বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে একটি অশ্লীল ভিডিও। নেট নাগরিকদের একাংশের দাবি, ওই ভিডিওটিতে যে পুরুষটিকে দেখা যাচ্ছে তিনি আসলে বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ! আর তা নিয়েই এখন তোলপাড় রাজ্য রাজনীতি।
যদিও প্রথম থেকেই ভাইরাল ভিডিও নিয়ে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলেছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, যেটাই হয়েছে পুরোটাই চক্রান্ত! এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। এবার সেই দাবি নিয়েই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন বঙ্গ বিজেপির পুরনো দিনের সঙ্গী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত চলছে?
এক ব্যক্তির ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ার সিংহভাগই দাবি করছেন ওই ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, বঙ্গ বিজেপির নামকরা নেতা দিলীপ ঘোষ। যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে! রাজনৈতিকভাবে তাঁর মানহানি করার চেষ্টা হচ্ছে।
তাহলে কি বঙ্গ বিজেপির প্রভাবশালীরাই নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে? এদিন কার্যত বাংলার প্রভাবশালী বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ। আর তা থেকে অনেকেই মনে করছেন, এই ভাইরাল ভিডিও নিয়ে যতদূর সম্ভব যাবেন তিনি। যদিও প্রথম থেকেই বিজেপি নেতার দাবি করে এসেছেন, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক! দৃশ্যের যাকে দেখা যাচ্ছে সেটা তিনি নন।
অবশ্যই পড়ুন: চিনের সঙ্গ ছাড়তেই ভারতের গুডবুকে মলদ্বীপ, ৪৮৫০ কোটির ঋণ সহ যা যা পাচ্ছে মইজ্জু
এদিকে এই সময়ের প্রতিবেদন বলছে, গোটা ঘটনার বিরুদ্ধে মেঘনাদ কারা তা খুঁজে বের করতেই এবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। পুলিশের কাছে অভিযোগ দায়েরের সাথে সাথে নাকি দিলীপ ঘোষ জানান, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তবে এসবের মাঝেও থেমে নেই রাজনৈতিক তরজা।